Type Here to Get Search Results !

ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২২ রোহিঙ্গা আটক।

 ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২২ রোহিঙ্গা আটক।

কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২২ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। আটকদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া কলেজ সংলগ্ন যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বেরিয়ে আসা ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এভাবে পালাতে গিয়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে তারা। কাজের সন্ধানে তারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। পাশাপাশি প্রায় অশান্ত হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। ক্যাম্পে মাদক বিক্রি এবং মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়েও ঘটেছে অনেক মারামারি-খুনাখুনি হয়। তাদের এসব কর্মকাণ্ড প্রতিরোধ, নজরদারি ও রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতাসহ কাজ করছে সরকার।

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়াও টেকনাফ সার্কেল) মো. রাসেল বলেন, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল। কাঁটাতারের বেড়া ও ক্যাম্পের অভ্যন্তরে এবং সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে কিভাবে রোহিঙ্গারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এ বিষয়ে কঠোর নজরদারী রয়েছে। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Banar 3

Ads Area